নগরের হালিশহর বড়পুল এলাকা থেকে দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব-৭। এ সময় তাদের কাছ থেকে ২৯৪ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
শনিবার (১ এপ্রিল) তাদের আটক করা হয়।
আটকরা হলেন- মো. রানা মিয়া (৩৩) ও মো. অনিক হোসেন (১৬)। তারা দুজনই কুমিল্লা সদরের ধর্মপুর এলাকার বাসিন্দা।
রোববার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বড়পুল এলাকায় অভিযান চালিয়ে ২৯৪ বোতল ফেনসিডিলসহ মো. রানা মিয়া ও মো. অনিক হোসেনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার করা ফেনসিডিলের মূল্য প্রায় ৩ লাখ টাকা।
আটক রানা মিয়ার বিরুদ্ধে নগরের বন্দর থানায় মাদকদ্রব্য সংক্রান্ত আরও একটি মামলা রয়েছে। তাদের দুজনকে হালিশহর থানায় হস্তান্তর করা হয়েছে।
এনইউএস/এসআই