তিনদিনের ব্যবধানে ৩ ভূমিকম্পে চট্টগ্রামে শঙ্কা

ভূমিকম্পে আবারও কেঁপে উঠল বন্দর নগরী চট্টগ্রাম। তিনদিনের ব্যবধানে তিন ভূমিকম্প জনমনে শঙ্কা আরও বাড়িয়েছে।

সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠে চট্টগ্রাম। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: এক ভূমিকম্পের ‘ভয়’ না কাটতেই আবার কাঁপল চট্টগ্রাম

এর আগে শনিবার (২৭ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ৩টা ৪৭ মিনিটের দিকে রিখটার স্কেল ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্প চট্টগ্রামে আঘাত হানে।

শুক্রবার (২৬ নভেম্বর) ভোর ৫টা ৪৫ মিনিটে প্রথমবার আঘাত হানে ভূমিকম্প। এর মাত্রা ছিল ৫ দশমিক ৮। ভূমিকম্পের কারণে নগরের হালিশহর ও চকবাজারে হেলে পড়ে দুটি ভবন।

আরও পড়ুন: চট্টগ্রামের ১৭৪ কিলোমিটার দূর থেকে ভূমিকম্পের আঘাত—বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা

ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি অনুসারে, সোমবার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত-মিয়ানমার বর্ডারে। মিয়ানমারের চীন রাজ্যের হাখা থেকে ৩৯ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ভূপৃষ্ঠের ৫৪ কিলোমিটার গভীরে। এর আগের দুটি ভূমিকম্পের উৎপত্তিও একইস্থানে।

এদিকে বিশেষজ্ঞরা বলছেন, এ ধরনের ছোট ছোট ভূমিকম্প বড় আকারের ভূমিকম্পের পূর্বাভাস। সঠিক সময়ে যথাযথ ব্যবস্থা নেওয়া না করলে বড় বিপর্যয়ের শঙ্কা রয়েছে।

আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!