৩ বন্ধু একসঙ্গে বিয়েবাড়ি গেলেও ফিরতে পারেনি

বাঁশখালী থেকে ফেরার পথে আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় মো. আরমান হায়দার বিয়ে বাড়িতে২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর দুই মোটরসাইকেল আরোহী।

শুক্রবার (২১ জানুয়ারি) রাত ১১টার দিকে বারখাইন ইউনিয়নের তৈলারদ্বীপ সেতুর পুরাতন টোলবক্স এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আরমান কর্ণফুলীর চরপাথরঘাটা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মো. লোকমানের ছেলে। আহত দুজনের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

আরও পড়ুন : কাভার্ডভ্যান কেড়ে নিল ব্যবসায়ীর প্রাণ, রক্তাক্ত বন্ধু হাসপাতালে

আরমান তার দুই বন্ধুসহ বাশঁখালীর একটি বিয়ে অনুষ্ঠান থেকে আসছিলেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. ইমতিয়াজ বলেন, রাতে বাঁশখালীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে আসছিল তারা। মোটরসাইকেলে তিনজন ছিল। সড়কে কুয়াশার মধ্যে কিছুই দেখা যাচ্ছিল না। তাদের পেছনের গাড়িতে আমি ছিলাম। তৈলারদ্বীপ ব্রিজ এলাকায় আসতেই দ্রুতগতিতে আসা বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তাদের। এতে ঘটনাস্থলেই একজন মারা যান এবং অপর দুজন গুরুতর আহত হন। পরে পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় আহতদের হাসপাতালে নেন।

স্থানীয়রা জানায়, তৈলারদ্বীপ সেতুর পুরাতন টোলবক্স এলাকায় সড়কের গতিরোধক পার হতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা বাসের সঙ্গে ধাক্কা খায় মোটরসাইকেলটি।

এ ব্যাপারে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ আলোকিত চট্টগ্রামকে বলেন, কর্ণফুলীর এক যুবক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন শুনেছি। ঘটনাস্থল আনোয়ারা হওয়ায় এ বিষয়ে আনোয়ারা থানা পুলিশ আইনানুগ ব্যবস্থা নেবে।

ইমরান/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!