৩ বছরের সাজা কাঁধে ঘুরছিল মাদক ব্যবসায়ী শুক্কুর

রাউজান থানার মাদক মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি শুক্কুর আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৩ মে) রাতে গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে হাটহাজারী থেকে গ্রেপ্তার করা হয়।

এদিকে শনিবার (১৪ মে) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানায় পুলিশ।

আরও পড়ুন:সাজা কাঁধে পালিয়ে বেড়াচ্ছিলেন সাদ্দাম, চকবাজারে ধরা

গ্রেপ্তার শুক্কুর আলী রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের খাসখালীকুল এলাকার মৃত আবদুল আজিজের ছেলে।

Yakub Group

এ বিষয়ে রাউজান থানার সেকেন্ড অফিসার অজয় দেব শীল আলোকিত চট্টগ্রামকে বলেন, মাদক ব্যবসায়ী শুক্কুর আলীর বিরুদ্ধে মাদক আইনে একাধিক মামলা রয়েছে। একটি মামলায় তিন বছরের সাজা হয় তার। এরপর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শফি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!