৩ গরুচোরকে গণধোলাই, উদ্ধার করে হাসপাতাল নিল পুলিশ

হাটহাজারী পৌরসভার মধ্যম মোহাম্মদপুর এলাকা থেকে ৩ গরু চোর আটক করেছে স্থানীয় লোকজন। এ সময় গরু চুরিতে ব্যবহৃত একটি অটোরিকশা জব্দ করা হয়।

আটকরা হলেন- নুরুল আবছার (৩০), মো. মোরশেদ (৩২), মো. মনজুর (৩৩)।

বুধবার (১১ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: চট্টগ্রামে করোনা—‘হটস্পট’ হাটহাজারী, সংক্রমণের ‘বিপজ্জনক গতি’ রাউজান-বোয়ালখালীতেও

জানা গেছে, উপজেলার মধ্যম মোহাম্মদ পুর এলাকার রাস্তা থেকে বাছুরসহ একটি গাভী পিকআপে তুলে নিয়ে যাচ্ছিল চোরের দল। এলাকার পথ না চেনায় পথ হারিয়ে একটি বাড়ির ভেতর পিকআপ নিয়ে ঢুকে পড়ে। এ সময় এলাকাবাসীর তাড়া খেয়ে ৫ জনের দুইজন পালিয়ে গেলেও বাকিরা ধরা পড়ে। স্থানীয় জনতা গণধোলাই দিয়ে হাটহাজারী থানায় খবর দিলে পুলিশ তাদের আটক করে। পরে তাদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়।

এ ব্যাপারে জানতে চাইলে হাটহাজারী মডেল থানার এসআই ফয়সাল বলেন, খবর পেয়ে ৩ গরুচোরকে আটক করে আমরা চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সিএম/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!