৩৫ হাজার ইয়াবা নিয়ে প্রাইভেট কারে ঘুরছিল যুবক

লোহাগাড়ায় ৩৫ হাজার পিস ইয়াবাসহ মো. জালাল (৩৪) নামে এক যু্বককে আটক করেছে পুলিশ। এসময় একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

শনিবার (২৫ মার্চ) সকাল ৮টার দিকে  উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে এ অভিযান চালানো হয়। চট্টগ্রাম অভিমুখী প্রাইভেট কারের তেলের টাংকিতে রাখা ছিল ৩৫ হাজার পিস ইয়াবা।

আটক জালাল কক্সবাজার সদর মোহাজেরপাড়া এলাকার ইউসুফের ছেলে।

এ বিষয়ে লোহাগাড়া থানার ওসি আতিকুর রহমান বলেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম অভিমুখী একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩৫ হাজার ইয়াবাসহ জালাল নামের এক যুবককে আটক করা হয়। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেট কারও জব্দ করা হয়। আটকের বিরুদ্ধে  মাদক আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এসএস/আরবি

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।