মিরসরাইয়ে ৩৩ বোতল ফেনসিডিলসহ মো. রাকিব হোসেন (২১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে উপজেলার হাদিফকিরহাট বাজার এলাকায় শ্যামলী পরিবহনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাকিব নীলফামারী জেলার জলঢাকা থানার কালকেওট প্রকাশ চৌধুরীপাড়া এলাকার চৌকিদার বাড়ীর এমদাদুল হকের ছেলে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন আলোকিত চট্টগ্রামকে বলেন, বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলার হাদিফকিরহাট এলাকায় শ্যামলী পরিবহনে তল্লাশি চালানো হয়। এ সময় ওই বাসের যাত্রী রাকিবের ব্যাগে ৩৩ বোতল ফেনসিডিল পাওয়া যায়। থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
আজিজ/এসআই
মন্তব্য নেওয়া বন্ধ।