৩৩ বছর পর চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার এসএসসি ৯১ ব্যাচ প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের মিলনমেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
‘আমাদের পথ চলা বন্ধুত্বে’স্লোগানে শুক্রবার (২৪ মে) স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে এ আয়োজন করা হয়। এতে ২৫টি উচ্চ বিদ্যালয়ের প্রায় ৩শ শিক্ষার্থী অংশ নেয়। অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ আড্ডা, গল্প ও ছাত্রজীবনের বিভিন্ন স্মৃতি রোমন্থন।
আরও পড়ুন : চন্দনাইশে রাধামাধব সেবাশ্রমের উৎসব কমিটির সভাপতি নৃপেন্দু, সম্পাদক লিটন
আয়োজনে যুক্ত হন সাবেক শিক্ষার্থীরা। যাদের অনেকে এখন ডাক্তার, প্রকৌশলী, আইনজীবী, রোটারিয়ান, ব্যাংকার, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, রাজনীতিবিদ, শিক্ষক কিংবা ব্যবসায়ী।
এদিন সকাল থেকে প্রাক্তণ শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয় পুরো অনুষ্ঠান। দীর্ঘদিন পর বন্ধুরা একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। খোঁজ নেন পরিবার-পরিজনের। অনেকের পরিচয় জেনেই নিশ্চিত হন তিনিই সেই স্কুলবন্ধু। দীর্ঘদিন পর দেখা হওয়ায় সহপাঠীদের জড়িয়ে ধরে কান্নাও করেন অনেকে। সেইসঙ্গে গ্রুপ ছবি আর সেলফিতে স্মৃতি ধরে রাখার সুযোগ মিস করতে চাননি কেউই।
আলোকিত চট্টগ্রাম