৩০ হাজার ঘনফুট বালু ফেলে পালিয়ে গেল হাঙ্গরখাল থেকে

লোহাগাড়ার পদুয়া ইউনিয়নের হাঙ্গরকুলের হাঙ্গরখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদ রানা।

তবে অভিযানের খবর পেয়ে বালু উত্তোলনের যন্ত্রপাতি রেখে দ্রুত পালিয়ে যায় অপরাধীরা। পরে সেসব যন্ত্রপাতি নষ্ট করা হয়। জব্দ করা হয় প্রায় ৩০ হাজার ঘনফুট বালু। এ বালু নিলামের জন্য সাইনবোর্ড লাগিয়ে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

আরও পড়ুন : ৪ ড্রেজার দিয়ে চলছিল বালু উত্তোলন, জব্দ করলেন ম্যাজিস্ট্রেট

অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ লোহাগাড়া থানা পুলিশ উপস্থিত ছিলেন।

হাঙ্গরখালের গভীরতা বৃদ্ধি পাওয়ায় কিছুদিন আগে এক শিশু পানিতে পরে মারা যায়। বালু উত্তোলনের ফলে গ্রামের রাস্তা ও বসতভিটা ধসে পড়ার শঙ্কা করছেন স্থানীয়রা।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. মাসুদ রানা আলোকিত চট্টগ্রামকে বলেন, পদুয়া ইউনিয়নের হাঙ্গরকুলের হাঙ্গরখাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আহসান হাবিব জিতুর নির্দেশনায় এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ ধ্বংসকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে প্রশাসন। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm