প্রাইভেটকারে ৩০০ বোতল ফেনসিডিল নিয়ে যাচ্ছিল কাদের

সীতাকুণ্ডের সোনাইছড়ি এলাকা থেকে ফেনসিডিলসহ মো. নুরুল কাদের (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোর ৫টার দিকে সোনাইছড়ি এলাকা থেকে তাকে আটক করে র্যাব। এ সময় তার কাছ থেকে ৩ লাখ টাকা মূল্যের ৩০০ বোতল ফেনসিডিল ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

আটক নুরুল কাদের সীতাকুণ্ড উপজেলার ইমাম নগর এলাকার মো. জলিলের ছেলে।

আরও পড়ুন : দুই যুবকের কাছে ছিল ৪ বস্তা ফেনসিডিল

বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার আলোকিত চট্টগ্রামকে বলেন, এক মাদক কারবারি প্রাইভেট কারে বিপুল পরিমাণ ফেনসিডিল নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে আসছে—এমন তথ্যের ভিত্তিতে সোনাইছড়ি মহাসড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। পরবর্তীতে একটি প্রাইভেটকারে তল্লাশি করে বিপুল পরিমাণ ফেনসিডিলসহ একজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের পর তার প্রাইভেটনকারের পেছনে ডালার ভেতর থাকা একটি ট্রাভেল ব্যাগ থেকে ৩০০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

তিনি আরও বলেন, কাদের দীর্ঘদিন ধরে মাদক কারবারিদের কাছ থেকে পাইকারি দামে ফেনসিডিল সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিল। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।

এএইচ/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!