কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে দুরোহিঙ্গা নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ভোরে ক্যাম্প-১৭’র সি ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ক্যাম্প ১৭-এর সি ব্লকের বাসিন্দা কেফায়েত উল্লার ছেলে আয়াত উল্লাহ (৪০) ও একই ক্যাম্পের মো. কাসিমের ছেলে মো. ইয়াছিন (৩০)।
আর পড়ুন : বুকে গুলি—গলায় ছুরি, রোহিঙ্গা ক্যাম্পে ৪৮ ঘণ্টা পর আরেক খুন
এসব তথ্য নিশ্চিত করেছেন ১৪ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক এআইজি চৌধুরী হারুনুর রশিদ।
তিনি জানান, ভোরে ক্যাম্প ১৭ এর সি-ব্লকের এইচ/৭৬ এর দুরোহিঙ্গাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় ঘটনাস্থলেই মারা যায় ইয়াছিন। গুরুতর আহত অবস্থায় আয়াত উল্লাহকে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, সন্ত্রাসীদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে। তবে এখনও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।