রাউজানে হালদা নদীতে উপজেলা প্রশাসনের অভিযানে দেড় হাজার মিটার ভাসাজাল ও ১২টি বড়শি জব্দ করা হয়েছে। এ সময় দুইজনকে আটক করে দেওয়া হয়েছে অর্থদণ্ড। পরে অভিযানে জব্দ করা ভাসাজাল পুড়িয়ে দেওয়া হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টার দিকে হালদা নদীর সর্ত্তারঘাট থেকে নদীর মোহনা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান বিন মাজেদ। তাঁকে সহায়তা করেন রাউজানের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম ও নৌ পুলিশের এএসআই রমজান আলী।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন ফাহিম আলোকিত চট্টগ্রামকে বলেন, হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় ও প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র সংরক্ষণে উপজেলা প্রশাসন অত্যন্ত আন্তরিক। হালদায় অবৈধভাবে মাছ শিকার রোধে এ ধরনের অভিযান চলমান থাকবে।
এসএ/আলোকিত চট্টগ্রাম

