জুতার ভেতর পৌনে ২ কোটি টাকার স্বর্ণ নিয়ে সীতাকুণ্ড বাসস্ট্যান্ডে ঘুরছিল ২ লোক

সীতাকুণ্ডে প্রায় পৌনে ২ কোটি টাকার স্বর্ণের বারসহ দুজনকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৮ জানুয়ারি) পৌরসভার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় জুতার ভেতরে রাখা ২ হাজার ৩৩২ দশমিক ১১ গ্রাম ওজনের ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বাঁশখালী থানার কালীপুর ইউনিয়নের পালেগ্রামের মৃত শশাঙ্ক পালের ছেলে রতন পাল (৬০) ও আনোয়ারা থানার চাতরী ইউনিয়নের কৈনপুরা গ্রামের পালপাড়ার সুনীল পালের ছেলে বাসু পাল প্রকাশ সুমন (৩৫)। তারা কোতয়ালী থানার পাথরঘাটা নজুমিয়া লেইনের বসবাস করছিলেন।

এদিকে এ ঘটনায় এদিন বিকালে থানায় মামলা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।

থানা সূত্রে জানা যায়, আজ সকাল ৮টার দিকে থানা পুলিশের একটি টিম যানজট নিরসনে পৌরসদর বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছান। এসময় পৌরসদরে ‘সংবাদপত্র’ লেখা একটি মাইক্রোবাস থেকে নেমে একটি বাস কাউন্টারে বসেন আটক রতন ও সুমন। এসময় তাদের সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। একপর্যায়ে তারা স্বীকার করে জুতার ভেতরে স্বর্ণের বার রয়েছে।

এরপর তাদের আটক করে থানায় এনে জুতার ভেতর থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ বিষয়ে সীতাকুণ্ড থানার অফিসার ইনচার্জ (ওসি) তোফায়েল আহমেদ আলোকিত চট্টগ্রামকে বলেন, আজ পৌরসদর বাসস্ট্যান্ড এলাকা থেকে এক কোটি ৭০ লাখ টাকা মূল্যের ২০টি স্বর্ণের বারসহ দুজনকে আটক করা হয়। এ ঘটনায় আটকদের বিরুদ্ধে বিকালে মামলা করা হয়েছে।

এসএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm