২ কেজি গাঁজা নিয়ে চৈতন্য গলিতে ঘুরছিল ২ যুবক

নগরে ২ কেজি গাঁজাসহ দুযুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

শনিবার (২২ অক্টোবর) কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজার রোডের চৈতন্য গলি এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. সোহেল (২২) ও ইমরুল কায়েস (৩৬)।

আরও পড়ুন: বায়েজিদের কুঞ্জছায়া আবাসিকে যুবক ঘুরছিল ১৩ কেজি গাঁজা নিয়ে

রোববার (২৩ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিবি) মু. আলী হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদে নগরের কোতোয়ালী থানার চৈতন্য গলি এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করি। এসময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এনইউএস/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm