২ কারণে হঠাৎ বাড়ল তেলের দাম

আন্তর্জাতিক বাজারে হঠাৎ বেড়েছে তেলের দাম। এর পেছনে দুটি কারণ রয়েছে বলে বিশেষজ্ঞ মহল মনে করছে। প্রথমত— মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ ইরানের প্রেসিডেন্টের হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হওয়া। দ্বিতীয়ত— সৌদি বাদশাহ সালমানের অসুস্থতা।

রয়টার্স বলছে, সোমবার (২০ মে) দুপুরে আন্তজার্তিক বেঞ্চমার্ক ব্রেন্ট তেলের দাম ৪১ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ বেড়েছে। প্রতি ব্যারেলে দর ৮৪.৪৩ ডলার পর্যন্ত উঠলেও পরে তা ঠেকেছে ৮৪.৩৯ ডলারে। গত ১০ মের পর এটি সর্বোচ্চ।

এদিকে তেলের বাজারে আরেক বেঞ্চমার্ক যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে (ডব্লিউটিআই) জুনের ক্রুড অয়েলের দাম ব্যারেলে ৮০.৩৫ ডলার পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত ২৩ সেন্ট বেড়ে হয়েছে ৮০.২৯ ডলার। চলতি মে মাসে এটি সর্বোচ্চ দর।

ডব্লিউটিআই তেলের জুনের চুক্তি শেষ হচ্ছে মঙ্গলবার (২১ মে)। জুলাইয়ের চুক্তিতে ৩১ সেন্ট বা শূন্য দশমিক ৪ শতাংশ বেড়ে দর হয়েছে ৭৯.৮৯ ডলার।

আরও পড়ুন : লিটারে ১০ টাকা কমল সয়াবিন তেলের দাম

রোববার (১৯ মে) আজারবাইজান সীমান্তবর্তী এলাকায় একটি প্রকল্প উদ্বোধনের পর ইরানের উত্তর-পূর্বাঞ্চলের শহর তাবরিজে ফেরার পথে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হন দেশটির প্রেসিডেন্ট রাইসিসহ তার সফরসঙ্গীরা। হেলিকপ্টারটি ঘন কুয়াশার মধ্যে পার্বত্যাঞ্চলে দুর্ঘটনায় পড়ে।

অপরদিকে সৌদি আরবের যুবরাজ মো. বিন সালমানের আজ জাপান সফরের কথা থাকলেও তিনি তা বাতিল করেন। বাদশাহ সালমানের স্বাস্থ্যগত বিষয়ের কারণে সফর বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জাপানের প্রধান মন্ত্রিপরিষদ সচিব ইয়োশিমাসা হায়াশি।

৮৮ বছর বয়সী বাদশাহ সালমান ফুসফুসের সমস্যায় ভুগছেন বলে রোববার সৌদির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানায়।

এদিকে আইজি মার্কেটস বিশ্লেষক টনি সাইকামোর বলেন, যদি বাদশার স্বাস্থ্য খারাপ হয়, তবে ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে ইতোমধ্যে তেলের বাজারে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে সেটি আরও বাড়বে। দুইশ দিনের গড় ৮০.০২ ডলার ছাড়িয়ে ডব্লিউটিআইয়ের দর ৮৩.৫০ ডলার পর্যন্ত উঠতে পারে বলে তিনি শঙ্কা করেন।

আলাকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm