২১ শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে লোহাগাড়ায় ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড

লোহাগাড়া উপজেলা পরিষদ মিলনায়তনে ৬ষ্ঠ জাতীয় বিজ্ঞানবিষয়ক কুইজ ও অলিম্পিয়াড প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় উপজেলার ৩টি মাদ্রাসাসহ ২১টি মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়।

আরও পড়ুন : আন্তর্জাতিক রসায়ন অলিম্পিয়াডে বাংলাদেশের ৩ সম্মাননা

প্রতিযোগিতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আহসান হাবিব জিতু। উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীব) কানিজ ফাতেমা, উপজেলা বিজ্ঞান ও প্রযুক্তি ক্লাবের সম্পাদক অধ্যাপক মো. ইলিয়াছ, দক্ষিণ সাতকানিয়া গোলামবারী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমশুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক দেবাশীষ আচার্য্য, প্রচার সম্পাদক দিদারুল আলমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক।

বিজ্ঞানবিষয়ক কুইজে প্রথম হয় সুখছড়ি উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় আধুনগর উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয়। আর বিজ্ঞান অলিম্পিয়াডে প্রথম হয় আধুনগর উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় ইকরা আবদুল জব্বার উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় হয় চুনতি উচ্চ বিদ্যালয়।

পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলামের সভাপতিত্বে বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন ইউএনও মো. আহসান হাবিব জিতু।

সাত্তার/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!