চট্টগ্রাম নগরে ২১ লাখ টাকার মূল্যের আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুযুবককে আটক করেছে পুলিশ।
রোববার (১২ মে) রাত সাড়ে ৭টার দিকে নগরের কোতোয়ালী থানার রিয়াজউদ্দিন বাজারের তিনপুলের মাথা কাঁচাবাজারের প্রবেশমুখ থেকে এসব সিগারেট উদ্ধার করা হয়।
আটকরা হলেন— মো. আমিরুল ইসলাম (৩২) ও মো. আবু মুছা (৩৬)। তারা কুমিল্লার মুরাদনগর থানার কোটগ্রামের স্থায়ী বাসিন্দা। বর্তমানে তারা নগরের বাকলিয়া থানার মিয়াখান নগর এলাকায় থাকেন।
আরও পড়ুন : দুবাই থেকে আসা যাত্রীর ব্যাগে ১১০ কার্টন সিগারেট, ধরা পড়ল চট্টগ্রাম বিমানবন্দরে
কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়দুল হক আলোকিত চট্টগ্রামকে বলেন, বিপুল পরিমাণ আমদানি নিষিদ্ধ বিদেশি সিগারেটসহ দুজনকে আটক করা হয়। এসময় একটি ভ্যানগাড়ি থেকে ১২ বস্তা সিগারেট জব্দ করা হয়। এতে ১৯ হাজার ২শ’ প্যাকেট ওরিস ও মার্লবোরো ব্র্যান্ডের সিগারেট পাওয়া যায়। এসব সিগারেটের আনুমানিক মূল্য ২১ লাখ ১২ হাজার টাকা।
ওসি আরও বলেন, আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার পর আজ (১৩ মে) আদালতে পাঠানো হয়েছে।
আরএস/আরবি