২০০ ইয়াবা নিয়ে ধরা খেল কৃষক দলের নেতা

চট্টগ্রামের কর্ণফুলীতে ২০০ পিস ইয়াবাসহ আটক হয়েছেন কৃষক দলের নেতা মো. আলমগীর (৩৪)।

বুধবার (৭ মে) দুপুর ৩টার দিকে শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহদ্দার বাড়ি এলাকার আব্দুল মন্নানের ভাড়া বাড়ির সামনে থেকে তাঁকে আটক করে যৌথ বাহিনী।

আলমগীর ওই ওয়ার্ডের শাহ আলমের ছেলে। তিনি শিকলবাহা ইউনিয়ন কৃষক দলের নেতা।

ঘটনার একটি ভিডিও ফুটেজে দেখা যায়, শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বহদ্দার বাড়ি এলাকায় একটি অটোরিকশা থামিয়ে অপর একটি অটোরিকশায় থাকা এক যুবককে টেনে নামিয়ে বেধড়ক মারধর করছেন কয়েকজন ব্যক্তি। প্রাথমিকভাবে তাদের পরিচয় নিশ্চিত না হলেও, কিছুক্ষণ পর সেনাবাহিনীর পোশাকধারী সদস্যরা ঘটনাস্থলে এসে ওই যুবককে আটক করে নিয়ে যান।

যোগাযোগ করা হলে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. শরীফ আলোকিত চট্টগ্রামকে বলেন, যৌথ বাহিনীর অভিযানে আলমগীরকে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে। কর্ণফুলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (নং-১১) দায়ের করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

জেজে/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm