১৯ বছরের তরুণের প্রাণ নিল ১৯ বছরের তরুণ

চট্টগ্রাম নগরে বেপরোয়া গতির একটি প্রাইভাট কারের চাপায় নিহত হয়েছেন ওসমান গনি শাকিব (১৯)। গাড়িটি চালাচ্ছিলেন তানিম হোসেন রাব্বি (১৯) নামে আরেক তরুণ।

বুধবার (১১ জুন) বিকেল ৫টার দিকে হালিশহর থানা এলাকার কে-এল ব্লকের ৫ নম্বর গেইটের পাশে বন ফায়ার নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর এ দুর্ঘটনার ঘটে।

নিহত ওসমান গনি শাকিব হালিশহর এলাকার কে ব্লকের জানে আলম ভবনের বাসিন্দা মোহাম্মদ নাছিরের ছেলে।

অভিযুক্ত তানিম হোসেন রাব্বি একই থানা এলাকার এল ব্লকের বাসিন্দা এরশাদ হোসেনের ছেলে।

এদিকে ঘটনার পর ঘাতক প্রাইভেটকারটিসহ চালক তানিম হোসেন রাব্বিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে স্থানীয় জনতা।

আরও পড়ুন : কী জ্বালায় রেললাইনে শুয়ে প্রাণ দিলেন বাদশা?

পুলিশ জানায়, ঘাতক গাড়িটি জব্দ করে চালককেসহ থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় করা মামলায় চালক তানিম হোসেন রাব্বিকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

থানা পুলিশ জানায়, আজ বিকেল ৫টার দিকে নিহত ওসমান গনি শাকিব বাসা থেকে সাইকেল নিয়ে বের হয়ে হালিশহর থানার কে-এল ব্লকের ৫ নম্বর গেইটের পাশে বন ফায়ার নামক রেস্টুরেন্টের সামনে পাকা রাস্তার ওপর পৌঁছালে তানিম হোসেন রাব্বি দ্রুত ও বেপরোয়া গতিতে প্রাইভেটকার (চট্ট মেট্টো-গ-১৪-২৮৫৬) চালিয়ে শাকিবের সাইকেলকে পেছন থেকে সজোরে ধাক্কা দেন। এতে তিনি নিচে সড়কে পড়ে যান। এ সময় প্রাইভেট কারের চাকা শাকিবের মাথার ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সাইকেলটি সড়ক পার হওয়ার সময় বিপরীত পাশ থেকে আসা একটি বেপরোয়া গতির প্রাইভেট কার ধাক্কা দেয়। এ সময় সড়কের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় সাইকেল আরোহী। ঘটনার পর স্থানীয় লোকজন ওই প্রাইভেট কারের চালককে আটক করেন। পরে খবর পেয়ে পুলিশ এসে গাড়িটি জব্দ করে চালককে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা চালকসহ গাড়িটি আটক করে। এরপর পুলিশ ঘটনাস্থলে গিয়ে গাড়িটি জব্দ করে চালককেসহ থানায় নিয়ে আসে। এ ঘটনার মামলায় চালককে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরবি/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm