১৬ বোতল মদ নিয়ে স্কুলের সামনে কিশোর, পুলিশ দেখে পালাল বন্ধু

মিরসরাইয়ে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদসহ আব্দুল্লাহ আল নোমান (১৬) নামের এক কিশোর আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার (৩ নভেম্বর) সকালে বারইয়ারহাট পৌর সদরের চিনকিরহাট বাজারের আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে আটক করা হয়। তবে তার সঙ্গে থাকা একজন পালিয়ে গেছে।

আটক নোমান হিঙ্গুলী ইউনিয়নের আজমনগর এলাকার আব্দুল মজিদের ছেলে।

আরও পড়ুন : পুলিশের ‘কাণ্ড’—বোয়ালখালীতে ৬০ লিটার মদ দিয়ে ‘ফাঁসাল’ অসহায়কে

জোরারগঞ্জ থানার অফিসরা ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন বলেন, চিনকিরহাট বাজারের পাশে আজমনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় অভিযান চালিয়ে আব্দুল্লাহ আল নোমান নামে এক তরুণকে আটক করা হয়। এসময় তার কাছে থাকা ১৬ বোতল বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় মদ উদ্ধার করা হয়।

ওসি আর বলেন, তবে ওইসময় একজন পালিয়ে যায়। মদ উদ্ধারের ঘটনায় মামলা করার পর আটক নোমানকে আদালতে পাঠানো হয়েছে।

এএ/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm