১৫ জানুয়ারির মধ্যে কর্ণফুলীর ১৫ হাজার শিক্ষার্থী টিকা পাবে

কর্ণফুলী উপজেলায় ১২ থেকে ১৮ বছর বয়সী স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি শুরু হয়েছে।

সোমবার (১০ জানুয়ারি) উপজেলার আজিম হাকিম স্কুল অ্যান্ড কলেজ ও কালারপোল হাজী ওমরামিয়া উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম শুরু হয়।

মঙ্গলবার (১১ জানুয়ারি) দ্বিতীয় দিন পর্যন্ত উপজেলার ১৫টি স্কুল-মাদ্রাসার ৪ হাজার শিক্ষার্থীকে ফাইজারের প্রথম ডোজ টিকা দেওয়া হয়।

আগামী ১৫ জানুয়ারির মধ্যে প্রায় ১৫ হাজার শিক্ষার্থীকে টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহিনা সুলতানা।

আরও পড়ুন: শিক্ষার্থীদের টিকা : আনোয়ারায় অভিভাবকরা দিলেন অভিযোগ, প্রশাসন জানাল সীমাবদ্ধতার কথা

এর আগে সোমবার ইউএনও শাহিনা সুলতানার সভাপতিত্বে বুথের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এসএম নাওশেদ রিয়াদ, শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ নাথ, ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের পরিচালক ও আজিম-হাকিম স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হাকিম আলী, সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য মো. মহিউদ্দিন, শিকালবাহা ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, আইয়ুব বিবি কল্যাণ ট্রাস্টের নিবার্হী কর্মকর্তা হাফেজ আহমেদ ও প্রধান শিক্ষক মঞ্জুর আলম।

উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী জানান, সফলভাবে টিকা কার্যক্রম সম্পন্ন করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। যারা এখনও টিকা নিতে পারেনি তারা আগামী ১৫ জানুয়ারির মধ্যে টিকা নিতে পারবে।

ইমরান/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!