রাউজানে দুর্ধর্ষ সন্ত্রাসী মাহাতাব উদ্দিন চৌধুরী প্রকাশ ছোট্টয়্যার নির্যাতনে প্রায় ১৫ বছর বাড়িছাড়া ছিলেন উপজেলার কদলপুর ইউনিয়নের মধ্যম কদলপুর রমজান আলী চৌধুরী বাড়ির বাসিন্দা একেএম আনোয়ারুল আজিম চৌধুরী ও একেএম মিজানুর রহমান চৌধুরীসহ ছয় ভাইয়ের পরিবার। আওয়ামী লীগ সরকার পতনের পর ওই ছয় পরিবার বাড়ি ফিরলে ফের সন্ত্রাসী ছোট্টয়্যার নেতৃত্বে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
শনিবার (৯ নভেম্বর) সন্ধ্যায় রাউজান প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের লোকজন। এতে লিখিত বক্তব্য পাঠ করেন একেএম মিজানুর রহমান চৌধুরী।
আরও পড়ুন : এক মৃত্যুতে অসহায় হয়ে গেল একটি পরিবার
তিনি বলেন, গত ১ নভেম্বর দীর্ঘ ১৫ বছর পর বসতভিটা পরিষ্কার-পরিচ্ছন্ন ও জরাজীর্ণ বসতঘরগুলো মেরামত করতে যাই। এসময় একটি মাইক্রোবাসে সাহাতাব উদ্দিন চৌধুরী প্রকাশ ছোট্টয়্যার নেতৃত্বে ১০/১২ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে বড় ভাই সাইফুদ্দিন চৌধুরী ও আনোয়ারুল আজীম চৌধুরীসহ কাজের লোকজনকে মারধর শুরু করে। একইসঙ্গে মোটা অঙ্কের চাঁদা দাবি করে। এ ঘটনার পর রাউজান থানায় এজাহার দায়ের করি। ঘটনার দুদিনপর আমার ভাই জয়নাল আবেদীন শ্রমিক নিয়ে পুনরায় বাড়িঘর পরিষ্কার করতে গেলে একই কায়দায় তার কাছ থেকে চাঁদা দাবি করে প্রয়োজনীয় কাগজপত্র রাখা ব্যাগ ও মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এ ঘটনায়ও গত ৩ নভেম্বর রাউজান থানায় মামলা করি। পুলিশের তদন্তের পর অভিযোগটি এজাহারভুক্ত হয়। এরপর একজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, গত ৮ নভেম্বর ২০/৩০ জন সন্ত্রাসী হঠাৎ হামলা চালিয়ে ঘর, রান্না ঘর ও দুটি কাচারি ঘর ভেঙে দেয় এবং প্রায় ১৮ লাখ ২০ হাজার টাকা ক্ষতি করে।
ঘটনায় জড়িত সাহাতাব উদ্দিন চৌধুরী প্রকাশ ছোট্টয়্যাসহ হামলাকারী সব সন্ত্রাসীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
এসএ/আরবি