১৪ দিনের রিমান্ড শেষ হতেই আবার রিমান্ডে এমপি জাফর

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাফর আলমকে আরও ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

বুধবার (২ জুলাই) সকালে চকরিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আনোয়ারুল কবির এ আদেশ দেন।

বিষয়টি নিশ্চিত করে চকরিয়া আদালতের পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন বলেন, ১৪ দিনের রিমান্ড শেষে আজ সকাল সাড়ে ৯টার দিকে জাফর আলমকে আদালতে হাজির করা হয়। এ সময় পেকুয়া থানার একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সাতদিনের রিমান্ডের আবেদন করেন। আদালত শুনানি শেষে তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

আরও পড়ুন : ১৮ দিনের রিমান্ডে এমপি জাফর, বিএনপির সমাবেশ—আওয়ামী লীগের মিছিল

তিনি বলেন, এর আগে চকরিয়ার পাঁচটি মামলার সঙ্গে পেকুয়ার দুটিসহ সাতটি মামলায় ১৮ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত।সাতদিনের রিমান্ডের জন্য জাফর আলমকে পুলিশ সকালে চকরিয়া আদালত থেকে পেকুয়া থানায় নিয়ে যায়।

চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের এপিপি গোলাম সরওয়ার বলেন, গত ১৮ জুন চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিন ও পেকুয়া থানার দুমামলায় চারদিন রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। চকরিয়া থানার পাঁচ মামলায় ১৪ দিন রিমান্ড শেষে জাফর আলমকে আজ সকালে আদালতে নিয়ে যাওয়া হয়।

এমকেডি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm