চন্দনাইশে শোক দিবসের অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষ ও হামলার ঘটনায় পাল্টাপাল্টি মামলায় ১৪ জনের জামিন হয়েছে।
বুধবার (৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিসান সানজিদার পঞ্চম আদালতে সশরীরে উপস্থিত হয়ে ১৪ জন জামিন প্রার্থনা করেন। আদালত প্রত্যেকের ৫০০ টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষে মামলা পরিচালনা করেন নারী ও শিশু ট্রাইব্যুনালের স্পেশাল পিপি অ্যাডভোকেট নজরুল ইসলাম সেন্টু, অ্যাডভোকেট মোজাহেদুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ছালেহ। আগামী ৪ অক্টোবর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেন আদালত।
আরও পড়ুন: যুবলীগ নেতা সেজে—সন্ত্রাসী কর্মকাণ্ড জিকুর, গুলি ছুড়েন ‘শোকের অনুষ্ঠানেও’
গত ৩০ আগস্ট সন্ধ্যায় শোক দিবসের অনুষ্ঠানে ছাত্রলীগ ও যুবলীগের মধ্যে গোলাগুলি, ইট-পাটকেল নিক্ষেপ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনার জেরে ছাত্রলীগ ও যুবলীগ থানায় পাল্টাপাল্টি মামলা দায়ের করেন।
ঘটনার দিন রাত সাড়ে ৯টায় যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দিন সুজন বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
একইদিন রাত ১২টায় উপজেলা ছাত্রলীগের সদস্য আবুল ফয়সাল ২১ জনের নাম উল্লেখ এবং ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করে থানায় আরেকটি মামলা দায়ের করেন।
আরবি