১৩২ বছর পর টেস্ট ক্রিকেটে দেখা গেল এমন ঘটনা

১৩২ বছর পর দুটেস্টের সিরিজে এই প্রথম দেখা গেল বিরল এক ঘটনা। ভারত-নিউজিল্যান্ডের দ্বিতীয় টেস্টে ঘটেছে অদ্ভুত এ ঘটনাটি। ১৩২ বছর পর এই প্রথম দুটেস্টের কোনো সিরিজে দেখা গেল চারজন আলাদা অধিনায়ককে!

নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন অজিঙ্কা রাহানে। অপরদিকে নিউজিল্যান্ডের হয়ে টস করতে আসেন কেন উইলিয়ামসন।

আরও পড়ুন : চট্টগ্রাম টেস্ট : আবিদ-শফিকে দ্বিতীয় দিন পাকিস্তানের

আজ (৩ ডিসেম্বর) থেকে শুরু হওয়া দ্বিতীয় টেস্টে বদলে গেছে দুদলের অধিনায়কই! নিয়মিত অধিনায়ক কোহলী দলে ফেরায় তিনিই ভারতকে নেতৃত্ব দিচ্ছেন। অপরদিকে কেন উইলিয়য়ামসন ইনজুরিতে পড়ায় এ টেস্টে নিউজিল্যান্ডকে নেতৃত্ব দিচ্ছেন টম লাথাম।

এর আগে ১৮৮৯ সালে ঘটেছিল এমনটি। সেবার দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছিল ইংল্যান্ড। প্রথম ম্যাচে ইংরেজদের নেতৃত্ব দিয়েছিলেন আউব্রে স্মিথ। দ্বিতীয় ম্যাচের আগে তাঁর জ্বর হওয়ায় নেতৃত্ব দেন মন্টি বাউডেন। দক্ষিণ আফ্রিকাকে প্রথম ম্যাচে ওয়েন ডানেল নেতৃত্ব দিলেও, দ্বিতীয় ম্যাচে তাঁকে সরিয়ে উইলিয়াম মিল্টনকে অধিনায়ক করা হয়।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!