পটিয়ার হাইদগাঁও ৩ নম্বর ওয়ার্ড ছত্তার মার্কেট পণ্ডিত বাড়ির রফিকের গরুর খামারে বুধবার (৩০ জুন) ধরা পড়েছে ১২ ফুট লম্বা অজগর সাপ।
পরে অজগরটি উদ্ধার করে পটিয়া রেঞ্জের শ্রীমাই বন বিটের জঙ্গলে অবমুক্ত করা হয়।
শ্রীমাই বিটের হেডম্যান মহিউদ্দীন আলোকিত চট্টগ্রামকে বলেন, ‘পূর্ব হাইদগাঁও পণ্ডিত বাড়ির রফিকের খামার থেকে আমরা ১২ ফুট লম্বা অজগর সাপটি ধরি। পরে বস্তাবন্দি সাপটি নিয়ে শ্রীমাই বন বিটের জঙ্গলের ভেতরে অবমুক্ত করি।’
এ সময় উপস্থিত ছিলেন পটিয়া রেঞ্জ কর্মকর্তা মিজানুর রহমান, শ্রীমাই বিট কর্মকর্তা মো. ইখতিয়ার উদ্দীন, মো. হালিম, বোরহান সিকদার, হেডম্যান মহিউদ্দীন, জেবল মুল্লুক।
ডিসি


