১২৫ কোরআনে হাফেজের হাতে শিক্ষাসামগ্রী তুলে দিলেন চসিক মেয়র

পাঁচ এতিমখানার ১২৫ জন কোরআনে হাফেজ ছাত্রকে কোরআন শরিফ ও শিক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (৩০ আগস্ট) রোকসানা আক্তার হিরা ফাউন্ডেশনের উদ্যোগে এসব বিতরণ করা হয়।

এ উপলক্ষে পাহাড়তলী ঝাউতলা বিদ্যালয়ে আয়োজনে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। তিনি ১২৫ কোরআনে হাফেজের হাতে তুলে দেন কোরআন শরিফ ও শিক্ষাসামগ্রী।

আরও পড়ুন: মুরাদপুরে নিখোঁজ ছালেহ আহমদের পরিবারের পাশে থাকার ঘোষণা মেয়রের

প্রধান অতিথির বক্তব্যে মেয়র রেজাউল করিম বলেন, মানবতার পাশে দাঁড়ানোই হচ্ছে বড় ধর্ম। এ মানসিকতা নিয়ে চলতে পারলে সমাজ ও জাতির উন্নয়ন করা সম্ভব। কোমলমতি শিশুদের ব্যবহার করে যাতে জঙ্গি তৎপরতায় লিপ্ত করতে না পারে সেজন্য শিক্ষক ও অভিবাকদের সচেতন থাকতে হবে।

পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর সভাপত্বিতে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রোকসানা আক্তার হিরা ফাউন্ডেশনের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সমাজসেবক সাইফুল করিম চৌধুরী, ১৩নং ওয়ার্ড আওয়ামী লীগের বন পরিবেশ সম্পাদক মো. হায়দার আলী, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম, সালাম জাকির, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী তালুকদার, মো. সাদেক হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. নুরুল মোস্তাফা, বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মো. মহসিন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকেয়া বেগম।

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!