লোহাগাড়ায় বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করেছে পদুয়া বনবিভাগ।
২৬ সেপ্টেম্বর (রোববার) রাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার বটতলি স্টেশন ও বার আউলিয়া কলেজ গেইট এলাকায় অভিযান চালিয়ে বাঁশভর্তি কাভার্ডভ্যানগুলো জব্দ করা হয়।
আরও পড়ুন: বনখেকোদের গাছভর্তি ট্রাক আটকে দিল এলাকাবাসী
পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, ঢাকা থেকে কাভার্ডভ্যানভর্তি বাঁশগুলো নিয়ে যাওয়া হচ্ছিল কক্সবাজারে। সংবাদ পেয়ে অভিযান চালিয়ে বাঁশভর্তি ১১টি কাভার্ডভ্যান জব্দ করি। এ ঘটনায় বন আইনে মামলা করা হয়েছে।