১০ মণ দই—মিষ্টি—রসমালাই ধ্বংস, ধরা খেল ক্লাসিকাল সুইটস

লোহাগাড়ায় নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে ক্লাসিকাল সুইটস। এ অপরাধে লাখ টাকা জরিমানা করা হয়েছে প্রতিষ্ঠানটিকে।

মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা আমিরাবাদ ইউনিয়নের (২নং ওয়ার্ড) স্কুল রোড এলাকায় ক্লাসিকাল সুইটসে এ অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম।

ক্লাসিকাল সুইটসের মালিক মোহাম্মদ আতিক উল্লাহ চৌধুরী উপজেলার লোহাগাড়া সদর ইউনিয়নের (২নং ওয়ার্ড) মোহাম্মদ আলী মুন্সিপাড়ার আকতার কামাল চৌধুরীর ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম জানান, উপজেলার আমিরাবাদ স্কুল রোড এলাকায় ক্লাসিকাল সুইটস নোংরা পরিবেশে মিষ্টি তৈরি করে বাজারজাত করার অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ লাখ টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অভিযানে আনুমানিক ১০ মণ মিষ্টি, দই, রসমালাই ও নিমকি ধ্বংস করা হয়েছে।

অভিযানে উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. শের আলী এবং লোহাগাড়া থানার এসআই মো. মাইনুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি টিম ছিল।

এসএস/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm