নগরে ১০০ লিটার চোলাই মদসহ পেয়ার আহমদ (৩৬) নামের এক যুবককে আটক করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২১ অক্টোবর) কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে তাকে মদসহ আটক করা হয়।
শনিবার (২২ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মহানগর গোয়েন্দা (পশ্চিম) বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মাদ আলী হোসেন।
আরও পড়ুন: দিনরাত মদ বিক্রি করতো এরা, ২০০ লিটার মদসহ নারী-পুরুষ আটক
তিনি বলেন, গোপন সংবাদে কর্ণফুলী থানার চর পাথরঘাটা এলাকায় অভিযান চালিয়ে পেয়ার আহমদ নামের এক যুবককে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ১০০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।
তিনি আরও বলেন, প্রথমিক জিজ্ঞাসাবাদে আটক পেয়ার আহমদ চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে পাইকারি দামে মদ কিনে বেশি দামে খুচরায় বিক্রি করে আসছিল বলে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।