মধ্যরাতের আগমুহূর্ত। হঠাৎ পুলিশের সঙ্গে একদল লোকের ধস্তাধস্তি। একপর্যায়ে ভাঙচুর করা হলো পুলিশের গাড়ি।
হ্যান্ডকাপ পরা এক আসামিকে ছিনিয়ে নিতেই এ ঘটনা। ৮ জুন রাত ১১টার দিকে আনোয়ারার টানেল মুখের ‘ভোজন বাড়ি’ রেস্টুরেন্টের সামনে ঘটনাটি ঘটে।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া যুবকের নাম মোজাম্মেল হক। তিনি যুবলীগ নেতা এবং নবনির্বাচিত আনোয়ারা উপজেলা চেয়ারম্যানের অনুসারী।
আরও পড়ুন : প্রবাসীর ১৬ ভরি সোনা ছিনিয়ে নিল পুলিশ, সোর্সসহ ধরা এসআই
হ্যান্ডকাপ পরা মোজাম্মেলকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিতে সেই রাতে হঠাৎ সংঘবদ্ধ হয় তাঁর স্বজন, নেতাকর্মীসহ কয়েকশ লোক। মোজাম্মেলকে ছিনিয়ে নেওয়ার পাশাপাশি তারা ভাঙচুর করে রিজার্ভ পুলিশের গাড়ি।
এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছুঁড়ে পুলিশ। উত্তেজিত জনতার মধ্য থেকেও ফাঁকা গুলি ছোঁড়া হয় বলে স্থানীয়রা জানান। পরে কর্ণফুলী থানা পুলিশ রেস্টুরেন্টটি ঘিরে রাখে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বন্দর জোনের উপপুলিশ কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা। তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনাটি সত্য। সংঘটিত ঘটনার স্পটটি আনোয়ারা থানার অধীন।
জানতে চাইলে আনোয়ারা সার্কেল এএসপি সোহানুর রহমান সোহাগ বলেন, খবর শোনার পর আমি ঘটনাস্থলে গিয়েছি। বিস্তারিত পরে জানানো হবে।
জেজে/আলোকিত চট্টগ্রাম