হোটেল পেনিনসুলায় হঠাৎ আগুন, ৫ ঘণ্টার লড়াই

নগরের জিইসি মোড়ের আবাসিক হোটেল পেনিনসুলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ অক্টোবর) ভোর পৌনে ৬টায় হোটেলটির বেজমেন্টে এ আগুনের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের পাঁচটি গাড়ি বেলা ১১টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ফায়ার সার্ভিস জানায়, ভোরে হোটেল পেনিনসুলায় আগুনের খবর পেয়ে দুটি ইউনিটের পাঁচটি গাড়ি পাঠানো হয়। প্রায় ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

এর আগে গত ২২ সেপ্টেম্বর ভোরে আগুন লাগে রেয়াজুদ্দিন বাজারের হোটেল সফিনায়। সেদিন রাত সোয়া দুইটার দিকে ভবনের অষ্টম তলায় থাকা ওই রেস্টুরেন্টে আগুন লাগে। এতে রেস্টুরেন্টের একটি বড় সেমিপাকা কক্ষ পুড়ে যায়।

আরও পড়ুন: মধ্যরাতের আগুনে পুড়ল হোটেল সফিনা

হোটেল পেনিনসুলায় আগুন লাগার বিষয় নিশ্চিত করে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক নিউটন দাশ আলোকিত চট্টগ্রামকে বলেন, তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। কারণ ও ক্ষয়ক্ষতি তদন্তসাপেক্ষে বলা যাবে।

এসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!