হেফাজতের সাবেক যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনির ৬ দিনের রিমান্ডে

হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক যুগ্ম মহাসচিব নাছির উদ্দিন মুনিরকে ৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

বুধবার (২৩ জুন) বিকালে চট্টগ্রাম সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহরিয়ার ইকবালের আদালত এ রিমান্ড মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেলার কোর্ট পরিদর্শক হুমায়ুন কবির।

তিনি বলেন, হেফাজত নেতা নাছির উদ্দিন মুনিরকে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন জানিয়েছিল হাটহাজারী থানা পুলিশ। শুনানি শেষে ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, হাটহাজারীতে সহিংসতার ঘটনায় ইন্ধনদাতা হিসেবে নাছির উদ্দিন মুনিরের নাম রয়েছে। এছাড়া হেফাজতের সাবেক আমির আহমদ শফীকে হত্যার অভিযোগে করা মামলায় পিবিআইর তদন্তেও তার নাম রয়েছে।

এর আগে গত সোমবার ২১ জুন সময় হাটহাজারী বাজার ত্রিবেণী এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ।

মনসুর/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!