চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা নির্বাচিত হয়েছেন আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ হাসানুজ্জামান।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশনায় চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে মো. হাসানুজ্জামানকে শ্রেষ্ঠ উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয়।
সম্প্রতি চট্টগ্রাম কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান স্বাক্ষরিত একপত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
হাসানুজ্জামান ২০১৮ সালে আনোয়ারা উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে যোগদান করেন।
ভার্মি কম্পোস্ট সার উৎপদন, বিষমুক্ত সবজি উৎপাদন, সর্জন পদ্ধতিতে চাষ, কাজু বাদামের চাষ, ট্রাইপো কম্পোস্ট সার উৎপাদন, ফেরোমন ফাঁদ ব্যবহারসহ উপজেলার কৃষিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মো. হাসানুজ্জামান।
ইমরান/আরবি