নগরের হালিশহরের ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোডে অভিযান চালিয়ে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ ২ জনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— মো. দিদারুল আলম (৩০) ও মো. আব্দুল্লাহ আল নোমান প্রকাশ রানা (৩০)।
বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে আবু বক্কর মসজিদের পাশে জননী ফার্মেসির সামনে থেকে তাদের আটক করা হয়।
মহানগর গোয়েন্দা পশ্চিম বিভাগের উপপুলিশ কমিশনার মু. আলী হোসেন বলেন, অবস্থান জানতে পেরে আমরা ঈদগাঁ পূর্ব রামপুর সোনাশাহ্ মাজার রোডে অভিযান চালিয়ে ৬০ গ্রাম ক্রিস্টাল মেথ আইসসহ দুজনকে আটক করেছি। তারা মিরসরাই থেকে এসব ক্রিস্টাল মেথ আইস শহরে এনে চড়া মূল্যে বিক্রি করছিল।