নগরে চাঁদা না দেওয়ায় ভাসমান হকারদের মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। অভিযুক্তরা হলেন মো. শামিম (২৬), রকি (২৮) ও বিপ্লব (২৭)।
মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর ২টার দিকে হালিশহর থানার বড়পোল মোড়ে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন- মো. শফি (৫০), মো. হারুন (৩২) ও মো. ফারুক (৩০)। এদিকে হামলার পর আহত হারুন ৩ জনকে অভিযুক্ত করে হালিশহর থানায় লিখিত অভিযোগ করেন। তবে অভিযোগের বিষয়টি জানেন না বলে জানায় পুলিশ।
আহত মো. হারুন বলেন, আজ (মঙ্গলবার) দুপুর ২টার দিকে বড়পোল মোড়ে প্রতিদিনের মতো দোকানে ব্যবসা করছিলাম। এ সময় হঠাৎ দুজন যুবক এসে দুইশ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা মারধর শুরু করে। পরে আমাকে বাঁচাতে আশপাশের দোকানদাররা এগিয়ে এলে তাদেরও মারধর করে আহত করা হয়। এছাড়া আমার দোকানের ক্যাশ বাক্স থেকে ২১ হাজার ৩০০ টাকা ছিনিয়ে নিয়ে চলে যায়।
প্রত্যক্ষদর্শী মো. শামিম আলোকিত চট্টগ্রামকে বলেন, রকিসহ আরও কয়েকজন আজ বিকেলে চাঁদা তুলছিল বিভিন্ন ভাসমান দোকান থেকে। যারা চাঁদা দেয়নি তাদের মারধর করা হয়েছে।
অভিযুক্ত মো. শামিমের কাছে জানতে চাইলে তিনি আলোকিত চট্টগ্রামকে বলেন, আমি ধাক্কা মেরেছি। তবে মারধর করিনি।
স্থানীয়রা জানায়, বড়পোল মোড়ে রাস্তা দখল করে প্রায় ৭০টির বেশি ভাসমান দোকান রয়েছে। এই ভাসমান দোকানে থানা-পুলিশের সঙ্গে আঁতাত করে কথিত লাইনম্যান পরিচয় দিয়ে শামিম ও রকি নামের দুযুবক দোকানপ্রতি দুইশ টাকা করে প্রতিদিন চাঁদা আদায় করছে। আর এই টাকার ভাগ পাচ্ছে কাউন্সিলর, পুলিশ ও লোকাল মাস্তানরা।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) জহির উদ্দিন আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগের বিষয়েটি আপনার কাছ থেকে থেকে জানলাম। ঘটনার সত্যতা পেলে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
আরএন/আরবি