পটিয়ায় হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র সংরক্ষণে অংশীজনের উদ্বুদ্ধকরণে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সকালে উপজেলা পরিষদের মিলনায়তনে এ আয়োজন করা হয়।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন হালদা নদীর মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প (দ্বিতীয় পর্যায়) মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের প্রকল্প পরিচালক মু. মিজানুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ডা. মো. ইলিয়াস ও উপজেলা আইসিটি অফিসার মৃন্ময় দাশ।
আরও পড়ুন : হালদায় উদ্ধার ৫ হাজার মিটার ঘেরা জাল পুড়িয়ে ধ্বংস
তথ্য অফিসার উজ্জ্বল শীলের সঞ্চালনায় সেমিনারের প্রধান বক্তা ছিলেন সহকারী কমিশনার (ভূমি) প্লাবন কুমার বিশ্বাস। অতিথি ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাহাবুদ্দিন, পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর, কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল আলীম, হ্যাচারি কর্মকর্তা নাজমুল হুদা, সহকারী হ্যাচারি কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাংবাদিক শফিউল আজম, কাউছার আলম, রবিউল আলম ছোটন, ছাত্র প্রতিনিধি তালহা তাকিম, মো. মারুফ, বিএনপি নেতা আবছার, গাজি মনির, জাহেদ ও বুলবুল আহমেদ।
সেমিনারে বক্তারা হালদা নদী ও মৎস্য সম্পদ রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, হালদা নদীর উৎপত্তি, বিস্তার এবং সমাপ্তি, সবই বাংলাদেশের অভ্যন্তরে। এ নদী এখন আন্তর্জাতিকভাবে জনপ্রিয় একটি নদীতে রূপ নিয়েছে। হালদা বিশ্বের একমাত্র জোয়ার-ভাটার নদী। যেখান থেকে রুই, কাতলা, মৃগেল, কালিবাউশের ডিম সংগ্রহ করা হয়।
আলোকিত চট্টগ্রাম