হালদায় তিনটি যান্ত্রিক নৌযান ধ্বংস করলো ইউএনও

হালদা নদীতে অবৈধ বালু উত্তোলন ও যাান্ত্রিক নৌযান চলাচল বন্ধ করা যাচ্ছে না। একাধিকবার অভিযান চালালেও কোনো প্রতিকার মিলছে না। সেই সঙ্গে প্রায় প্রতিদিন চলছে অবৈধভাবে মাছ আহরণও।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) সকাল ১০টা থেকে সকাল ১১টা পর্যন্ত রাউজান পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের পশ্চিম গহিরা ইয়াপুর সেতুর নিচে হালদা নদী ও সর্তা খালের মোহানায় অভিযান চালায় প্রশাসন।

আরও পড়ুন: হালদায় অভিযানে নামলেন ইউএনও, উদ্ধার হলো ১৫ কেজির কাতলা

রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জোনায়েদ কবির সোহাগ, উপজেলা সহকারী কমিশনার ভূমি অতিশ দর্শী চাকমা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযানে তিনটি যান্ত্রিক নৌযান ধ্বংস করা হয়।

ইউএনও জোনায়েদ কবির সোহাগ বলেন, হালদা নদীর মা মাছ রক্ষায় নদীতে যান্ত্রিক নৌযান, বালু উত্তোলন, মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করায় অভিযান চালিয়ে নদী থেকে জাল উদ্ধার ও যান্ত্রিক নৌযান ধ্বংস করা হয়েছে। হালদা নদীর জীববৈচিত্র্য রক্ষায় নিয়মিত অভিযান চলবে।

শফিউল/ডিসি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!