‘সচিবের’ হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিল কোতোয়ালীর পুলিশ

মঙ্গলবার (১২ জুলাই) ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে করে কদমতলী নামেন অতিরিক্ত সচিব (অব.) শংকর প্রসাদ দে। পরে তিনি কদমতলী থেকে অটোরিকশা করে নন্দনকাননে এসে ভুলে গাড়িতে ব্যাগ রেখে নেমে পড়েন। পরে তার ব্যাগের কথা মনে পড়লে ততক্ষেণে অটোরিকশা নিয়ে চালক চলে গেছে। ব্যাগের মধ্যে দামি আইপ্যাড, কাপড়চোপড়, বইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। এরপর তিনি নগরের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেন।

বুধবার (১৩ জুলাই ) সকালে সেই হারানো ব্যাগ ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের মাধ্যমে উদ্ধার করে কোতোয়ালী থানা পুলিশ। পরে তাকে সব জিনিসপত্র ব্যাগ বুঝিয়ে দেওয়া হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ব্রাহ্মণবাড়িয়া থেকে বাসে মঙ্গলবার (১২ জুলাই) কদমতলী নামেন অতিরিক্ত সচিব (অব.) শংকর প্রসাদ নামের এক যাত্রী৷ পরে কদমতলী থেকে অটোরিকশা যোগে নন্দনকাননে এসে ভুলে গাড়িতে ব্যাগ রেখে নেমে পড়েন। ব্যাগে দামি আইপ্যাড, কাপড়চোপড়, বইসহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিল। পরে তিনি এ নিয়ে কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ করেন।

আরও পড়ুন: ল্যাপটপসহ ব্যবসায়ীর টাকার ব্যাগ খুঁজে দিল চকবাজার থানা পুলিশ

অভিযোগের পর কোতোয়ালী থানার এসআই মিজানুর রহমান চৌধুরী এবং এসআই মৃণাল কান্তি মজুমদার ‘আইস অফ সিএমপি’ অ্যাপসের মাধ্যমে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে অটোরিকশনার নম্বর শনাক্ত করেন। ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডাটাবেজ থেকে গাড়ির মালিক এবং চালকের তথ্য সংগ্রহ করে তাঁরা ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হন। পরে মালিকের কাছে জিনিসপত্রসহ ব্যাগ হস্তান্তর করা হয়।

এদিকে হারানো ব্যাগ খুঁজে পেয়ে অতিরিক্ত সচিব (অব.) শংকর প্রসাদ দে কোতোয়ালী থানা পুলিশকে ধন্যবাদ জানান।

যোগাযোগ করা হলে কোতোয়ালী থানার ওসি জাহেদুল কবীর আলোকিত চট্টগ্রামকে বলেন, অভিযোগ পাওয়ার চব্বিশ ঘণ্টার মধ্যে সিসিটিভি ফুটেজ ও ‘আমার গাড়ি নিরাপদ’ অ্যাপসের ডাটাবেস থেকে গাড়ির মালিক ও চালকের তথ্য সংগ্রহ করে হারিয়ে যাওয়া ব্যাগটি উদ্ধার করতে সক্ষম হই।

এআইটি/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm