বঙ্গোপসাগরে ঢেউয়ের তোড়ে সাম্পান থেকে হঠাৎ ছিটকে পড়ে মো. টিটু (৪০) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। তবে এ ঘটনায় মাঝিসহ বাকি দুজন ফিরেছেন।
রোববার (২৩ জুলাই) গহিরা পয়েন্টে আনুমানিক রাত দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিখোঁজ টিটু ৩ নম্বর রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের খোর্দ গহিরার মৃত কালু চৌকিদারের ছেলে।
আরও পড়ুন: শঙ্খে ভেসে উঠল সেই যুবকের লাশ
হেলাল নামের স্থানীয় একজন জানান, গতকাল (রোববার) সন্ধ্যায় বদরুজ্জামান মেম্বার ঘাট থেকে মাঝিসহ ছোট সাম্পান নিয়ে ৩ জন সাগরে যান। রাতে পার ঠিক করার সময় হঠাৎ ঢেউয়ের তোড়ে সাম্পান থেকে ছিটকে পড়ে যায় টিটুসহ ৩ জন। এদের মধ্যে দুজন ফিরে এলেও টিটুর খোঁজ পাওয়া যায়নি।
যোগাযোগ করা হলে বার আউলিয়া ঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. কাইসার মাতুব্বর বলেন, সাম্পান দুর্ঘটনার বিষয়ে কিছু জানি না। খোঁজ নিয়ে দেখছি।
কাঞ্চন/আরবি