মন্ত্রীর বাড়ির কেন্দ্রেই হারলেন−নৌকা নিয়ে ‘ডুবলেন’ মন্ত্রীর ভগ্নিপতি

নৌকা প্রতীক নিয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নেমেছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বারের ভগ্নিপতি মো. নাজিম উদ্দিন সরকার। কিন্তু শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থীর কাছেই হেরে বসেন তিনি।

রোববার (২৬ ডিসেম্বর) চতুর্থ ধাপে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলায় এ নির্বাচনে মন্ত্রীর বাড়ির কেন্দ্রেই জয় পাননি নাজিম উদ্দিন।

আরও পড়ুন : নৌকা ডুবল লজ্জায়—৯ কেন্দ্রে ৬৭ ভোট পেল চেয়ারম্যান পদে, জিতল এমপির পছন্দের প্রার্থী

উপজেলার কৃষ্ণপুর ইউপিতে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের মো. নাজিম উদ্দিনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় নামেন স্বতন্ত্র প্রার্থী মো. শামীম মোড়ল (ঘোড়া প্রতীক)।

মন্ত্রীর নিজ বাড়ির কেন্দ্র আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় নৌকা প্রতীক পায় ১৪১ ভোট, ঘোড়া প্রতীক স্বতন্ত্র প্রার্থী পান ৪৭০ ভোট। সবমিলিয়ে স্বতন্ত্র প্রার্থী মো. শামীম মোড়ল পেয়েছেন ৪ হাজার ১৪০ ভোট। মো. নাজিম উদ্দিন পেয়েছেন ৩ হাজার ৪২০ ভোট

Yakub Group
আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!