নৌকার বিজয় মিছিলে হামলা, সমর্থক খুন

কক্সবাজারের চকরিয়ার বদরখালী ইউনিয়নে নৌকার প্রার্থীর বিজয় মিছিলে হামলার ঘটনা ঘটেছে। এ হামলায় গিয়াস মিন্টু (৫০) নামের এক ব্যাক্তি খুন হয়েছেন।

রোববার (২৯ নভেম্বর) রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় হামলায় আহত গিয়াসকে চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। পরে রাত সাড়ে ১২টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন: শ্রমিক লীগ সভাপতি খুন—সঙ্গীসহ ঢাকা থেকে গ্রেপ্তার শিবির ক্যাডার তাহের

নিহত গিয়াস একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড উত্তর নতুনঘোনাপাড়ার মৃত আবু মুসার ছেলে। তিনি বিজয়ী নৌকার প্রার্থী নুরে হোছাইন আরিফের সমর্থক

যোগাযোগ করা হলে চকরিয়া থানার অফিসার ইনচার্জ মো. ওসমান গনি আলোকিত চট্টগ্রামকে বলেন, খবর পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়। এটি নির্বাচনি সহিংসতা, নাকি পূর্ব শত্রুতার জের, তা তদন্ত করে দেখা হচ্ছে।

মুকুল/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm