কক্সবাজারের ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নে ইলমা মনি (৩) ও আদিবা মনি (২) নামের দুশিশু পুকুরে ডুবে মারা গেছে।
রোববার (৯ জুন) দুপুরে দুশিশুর মৃতদেহ মালমুরাপাড়া হাফেজখানার পুকুর থেকে উদ্ধার করা হয়।
আরও পড়ুন : আনোয়ারায় পুকুরে নেমে আর উঠল না ইমন
আদিবা মনি পোকখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে। ইলমা মনি ইসলামাবাদ ইউনিয়নের বোয়ালখালী এলাকার দুলা মিয়ার মেয়ে।
জানা যায়, আজ দুপুরে খেলতে গিয়ে নিখোঁজ হয় দুশিশু। পরিবারের সদস্যরা খোঁজ করার একপর্যায়ে হাফেজখানার পুকুরে তাদের মরদেহ ভাসতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয়স্বজনরা গিয়ে উদ্ধার করে নিয়ে আসে।
পোকখালী ইউনিয়ন চেয়ারম্যান রফিক আহমদ পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি/আরবি