হাটহাজারীতে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক আবু তালেবের হ্যাটট্রিক

তৃতীয়বারের মতো হাটহাজারী উপজেলায় শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হয়েছেন পিইউও মো. আবু তালেব। তিনি বিএনসিসি হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনের কমান্ডার।

বৃহস্পতিবার (১৯ মে) বিকেলে জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২২ উপলক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় তাঁকে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক ঘোষণা করে।

আবু তালেব হাটহাজারী পৌরসভার মীরের খিল গ্রামের হাজী মুন্সি মিয়া বাড়ির মো. আবদুল শুক্কুরের বড় ছেলে। তিনি হাটহাজারী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক পদে কর্মরত।

আরও পড়ুন: সদরঘাটে ছাত্রলীগের নতুন কমিটির আনন্দ মিছিন ও সমাবেশ

২০১৬ সালের ২৯ মে আবু তালেব হাটহাজারী সরকারি কলেজ প্লাটুনে (সেনা শাখা) প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) হিসেবে যোগদান করেন। ২০১৭ সালে সফলতার সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে প্রি-কমিশন ট্রেনিং সম্পন্ন করেন।

তিনি হাটহাজারী কলেজে অধ্যাপনা ও বিএনসিসি’র পাশাপাশি সাংবাদিকতায়ও বেশ সুনাম অর্জন করেছেন। বর্তমানে জাতীয় দৈনিক যুগান্তর ও চট্টগ্রাম থেকে প্রকাশিত দৈনিক পূর্বদেশ পত্রিকায় হাটহাজারী প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

২০১৬ এবং ২০১৯ সালেও হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কার্যালয় থেকে পিইউও মো. আবু তালেব ‘শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক’ নির্বাচিত হয়েছিলেন।

এসআই/আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm