হাটহাজারীতে যানজট নিয়ন্ত্রণে জরিমানা

হাটহাজারীতে যানজট নিয়ন্ত্রণে বিভিন্ন গণপরিবহনকে ১৭ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুর ১টায় উপজেলার বড়দিঘীর পাড় এ অভিযান চালানো হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শহিদুল আলম বলেন, হাটহাজারী-চট্টগ্রাম মহাসড়কের বড়দিঘীর পাড় মোড়ে যানজট সৃষ্টির দায়ে অটোরিকশাসহ বিভিন্ন গণপরিবহনকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সিএম/আরবি

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm