হাটহাজারীতে বিএনপির শান্তি মিছিল

দেশে শান্তিশৃঙ্খলা বিঘ্নের প্রতিবাদে হাটহাজারীতে শান্তি মিছিল করেছে বিএনপি।

১২ নম্বর চিকনদণ্ডী ইউনিয়ন ও অঙ্গসংগঠনের উদ্যোগে গত ১৮ নভেম্বর বিকেলে এ আয়োজন করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা যুবদলের সহসভাপতি সৈয়দ ইকবাল। মিছিলটি নতুনপাড়া হয়ে বড়দীঘির পাড়ে গিয়ে শেষ হয়। এরপর অনুষ্ঠিত হয় সমাবেশ।

আরও পড়ুন : মামলা থেকে নাম বাদ দিতে বিএনপি নেতার কাছে ৪ লাখ টাকা চাইলেন যুবদল সভাপতি

সমাবেশে বক্তারা বলেন, দেশের জরুরি মুহূর্তে একদল লোক দেশবিরোধী কাজে লিপ্ত রয়েছে। এছাড়া খুন-চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধমূলক কাজের মাধ্যমে দেশের আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে। সকল অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও অঙ্গ সংগঠন সবসময় সজাগ রয়েছে।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সৈয়দ মহসিন, আবুল বশর, ছৈয়দ হোসেন মেম্বার, মো. হাকিম, যুবদল নেতা সেলিম উদ্দীন, মো. ওসমান, মো. ইছা, মো. জসিম, জামাল, হাসান, শহীদ, সৈয়দ বেলাল, ইয়াছিন, ছাত্রনেতা মিরাজুল ইসলাম নিশাত ও মনসুর৷

আলোকিত চট্টগ্রাম

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

ksrm