হাটহাজারীতে পুকুর ভরাট করে লাখ টাকার ধরা

হাটহাজারীর চিকনদণ্ডী ইউনিয়নে পুকুর ভরাটের দায়ে হাসানুজ্জামান নামে একজনকে লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৯ জানুয়ারি) দুপুর ১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলমের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, চিকনদণ্ডী ইউনিয়নে হাসানুজ্জামান নামে এক ব্যক্তি পুকুরের প্রায় চার শতাংশ ভরাট করে ফেলেন। পরে স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহিদুল আলম বলেন, পরিবেশ আইন লংঘন করে যেকোনো কাজের বিরুদ্ধে জেলা প্রশাসক স্যারের কঠোর নির্দেশনা রয়েছে। বিশেষ করে জলাধার ভরাট, পাহাড় কাটা ও কৃষি জমির টপসয়েল কাটা। পরিবেশ আইন অমান্য করলে অভিযান চালিয়ে জরিমানাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সিএম/এসআই

Yakub Group

যখনই ঘটনা, তখনই আপডেট পেতে, গ্রাহক হয়ে যান এখনই!

মন্তব্য নেওয়া বন্ধ।

ksrm