চট্টগ্রামের হাটহাজারীতে মিলন বড়ুয়া (৩৬) নামে এক অটোরিকশা চালকের লাশ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে উপজেলার ফতেপুর ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ডের জোবরা গ্রাম বড়ুয়াপাড়া এলাকার পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। এর আগে তিনি ভোরবেলায় বাসা থেকে বের হন।
মিলন বড়ুয়া পার্বত্য জেলা রাঙামাটি রিজার্ভ বাজার এলাকার রাহাল বড়ুয়ার ছেলে। পেশায় অটোরিকশা চালক। তার স্ত্রী মারা গেছেন। তিনি দুসন্তান নিয়ে বাড়িতে থাকতেন।
আরও পড়ুন : হাটহাজারীতে বাসের আঘাতে অটোরিকশা চুরমার, মুহূর্তেই লাশ ২
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার জোবরা বড়ুয়াপাড়ার নিখিল চন্দ্র বড়ুয়ার বাড়িতে ১২ বছর ধরে ভাড়া বাসায় থাকেন মিলন বড়ুয়া। তিনি বিভিন্ন এনজিও থেকে কয়েক লাখ টাকা ঋণও নেন। ঋণের চাপে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা স্থানীয়দের।
পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর ৫টার দিকে হাতমুখ পরিষ্কার করার কথা বলে বাড়ি থেকে বের হন মিলন বড়ুয়া। এরপর আর ফিরেননি।
স্থানীয় বাসিন্দা দ্বীপ বড়ুয়া বলেন, মিলন বড়ুয়া ভাড়া বাসায় থাকতেন। সকালে স্থানীয়রা পুকুরে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
যোগাযোগ করা হলে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এসএ/আরবি