হাটহাজারীতে নিখোঁজের দুদিন পর মাহমুদউল্লাহ (২৮) নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক চারিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। মাহমুদউল্লাহ মির্জাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের ওয়াহেদ আলী তালুকদার বাড়ির মো. শফির ছেলে।
স্থানীয়রা জানায়, সোমবার রাত ৯টায় মাহমুদউল্লাহকে এলাকার ফোরকানের ছেলে মো. আরমান ডেকে নিয়ে যায়। পরে আর সে ফিরে আসেনি। পরিবারের লোকজন খুঁজলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আজ সকালে হাটহাজারী-খাগড়াছড়ি মহাসড়ক চারিয়া পল্লীবিদ্যুৎ সাব-স্টেশনের পাশ রাস্তার ওপর লাশ পড়ে থাকতে দেখে আশপাশের লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান।
এদিকে খবর পেয়ে হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহাদাত হোসেন, ওসি রুহুল আমিন সবুজ ঘটনাস্থলে যান।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, চারিয়া এলাকা থেকে মাহমুদউল্লাহ নামে এক দিনমজুরের লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পরিবার থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিএম/এসআই