মহান স্বাধীনতা দিবস ও মাহে রমজানকে সামনে রেখে গরিব ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে এবিএম মহিউদ্দীন চৌধুরী ফাউন্ডেশন।
শনিবার (২৬ মার্চ) বেলা আড়াইটার দিকে নগরের ২২নং এনায়েতবাজার এলাকায় এক হাজার পরিবারের মাঝে এসব সামগ্রী বিতরণ করেন হেলাল আকবর চৌধুরী বাবর।
আরও পড়ুন: নিজে না খেয়ে মানুষকে খাওয়াতেন বঙ্গবন্ধু: আ জ ম নাছির
এ সময় হেলাল আকবর চৌধুরী বাবর বলেন, বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলেই আজকে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তিনি একটি ক্ষুধা ও দারিদ্রমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। আজকের দিনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেটি বাস্তবায়নে অগ্রণী ভূমিকা রাখছে।
এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা মো. মাহবুবুল আলম, আজাদ উল্লাহ নিজাম, নগর যুবলীগ নেতা শিবু প্রসাদ চৌধুরী, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোর্শেদ আলম, তৌহিদুল ইসলাম মিঠুন, ইঞ্জি. গোলাম সরোয়ার, আনোয়ার হোসেন মুরাদ ও মোমিনুল ইসলাম রাফি প্রমুখ।